দেবগণের মর্ত্যে আগমন । ԳՀ:Տ বরুণ । মেহের উল্লিস নামে সের আফগানের অদ্বিতীয় পরমণমুন্দৰী স্ত্রী ছিল । ঐ স্ত্রীর উপর জাহাঙ্গীরের বালক কাল হইতে লোভদৃষ্টি পতিত হয়, কিন্তু পূৰ্ব্বে কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। পরে দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়াই ঐ স্ত্রীকে প্রাপ্ত হইবার জন্য সের আফগানকে হত্য করা হয়, এবং তাহার স্ত্রী মেহের উন্নিসাকে বিবাহ করিয়া মুরজাহান নাম দিয়া বামে লইয়া সিংহাসনে বসেন। ইন্দ্র । উঃ কি অত্যাচার : মুসলমান ৰাদস্যদের দৌরাত্ম্যে কেহ মুন্দরী স্ত্রী লইয়াও ঘর করিতে পাইত না । , বরুণ । ওদিকে দেখ আঞ্জীম ওসমান নামক এক ব্যক্তির মসজিদ । এপান হইতে দেবগণ যাইতে যাইতে এক ক্লানে উপস্থিত হইয়। দেখেন, একটা বাড়ীতে লোকে লোকারণ্য । বাটীর দ্বারে একট প্রাচীন বসিয়া থর থর করিয়া কঁাপিতেছে । বাটীর মধ্যে একটা বৃন্ধাকে দুটা যুবতী প্রহার করিতেছে । দ্বারস্থিত বৃদ্ধ দেবগণকে দেখিয়া কাদিতে কাদিতে কহিলু “ তোমরা ভিতরে গিয়া ছাড়ায়ে দেও । আমাকে মেরে ফেলুক ক্ষতি নাই ও বুড়ো মানুষকে যেন আর মারে না । বাবা ! তোমাদের পায়ে পড়ি গিয়ে ছাড়ায়ে দেও । ” ব্ৰহ্মা। বরুণ! কাওখানা কি ? বরুণ । বৃদ্ধাকে তাহার পুত্ববধূদ্বয় প্রহার করিতেছে । আর বৃদ্ধার স্বামী দ্বারে বসিয়া কাদিতেছে । বধূর স্বামীর নিকট শ্বশুর শ্বাশুড়ির নিন্দ করাতে স্বামীর প্রহারের দ্বার মাতাপিতাকে সায়েস্ত করিতে আজ্ঞা দিয়াছে । 數 বৃদ্ধ। বাবা! আমরা বুড় বয়সে আর কাজ কৰ্ম্ম করতে পারিনে বলে মার খাওয়াচ্চে। বধুরা যেমন বল্লে-এর আর কাজ কৰ্ম্ম করে না, কেবল বসে বসে খায়,—অমনি হুকুম দিলে—মার হারামজাদ ও হারাম" জাদীকে । - 驗 - ব্ৰহ্ম । উঃ ! ভগবান ! কি দেখলাম ! ਬੋ অগ্নি আর নিস্তেজ থেকে না। বরুণু! আর বদ্ধমান দর্শনের আবশ্যকতা নাই পালাই চল। নচেৎ পাপ পশিবে । দেবগণ ক্রতপদে ষ্টেষণ অভিমুখে চলিলেন । যাইতে যাইতে ইন্দ্ৰ কহি 鬱 t ( ৯২ )
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।