পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃত গ্রন্থোক্ত যবন শব্দে কাহাকে বুঝায়। ৭৩৫ যবনের যে ভারতবর্ষের অভ্যস্তরে প্রবেশ করিয়াছিল,গাগীসংহিতায় তাহার ভূরি ভূরি প্রমাণ পাওয়া যায়। সীথিয়জাতি যুদ্ধকুশল ছিল বটে, কিন্তু গ্রীক ও রোমক পুৱাবৃত্ত লেখকের তাহাদিগকে নিতান্ত অসভ্য বলিয়া নির্দেশ করিয়াছেন। সমুদ্রকুলে তাহদের অধিকার সামানামাত্র ছিল। সাগরগর্ভস্থ দ্বীপে তাহাদের উপনিবেশ ছিল না। পক্ষান্তরে, গ্ৰীশ সাগরগর্ভে অবস্থিত বলিলেই হয়, গ্রীশের হৃদয়ে সাগর অদ্যাপি বাহু বিস্তার করিয়া আছে। গ্রীকের স্বদেশের সন্নিহিত দ্বীপপুঞ্জে এবং আসিয়া মাইনরের উপকূলে স্মৃত্তির অতীত কালাবধি উপনিবেশ সংস্থাপিত করিয়াছিল। তাহাদের কবিগুরু হোমন্ত্র ভূমধ্যস্থ সাগরের কুক্ষিস্থিত রোডস দ্বীপে জন্ম গ্রহণ করেনু। তাহাদিগের বীরত্ব ভূমণ্ডলে চিরকাল প্রথিত আছে। তাহারা জরক্সীসের সংখ্যাতীত সেনাগণকে এক কালে বিহত বিধ্বস্ত করিয়া দিয়াছিল। এই গ্রীকেরাই যে যবন, তদ্বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই। নকুল আসিয়া মাইনরের উপকূলবাসী এই স্লেচ্ছ গ্রীকদিগকেই পরাভূত করিয়াছিলেন। যবনপুর নামে ইহাদিগের যে রাজধানী ছিল, উহাকে আলেকজাণ্ডিয়া অথবা বিলুপ্ত নগরী আন্টিওকিয় বলিয়া অনুমান হয় । লটাচাৰ্য্য, সিংহাচাৰ্য্য, উৎপল ও বরাহমিহির র্তাহাদের জ্যোতিষ গ্রন্থে এই নগরের উল্লেখ করিয়া গিয়াছেন । সিংহাচার্য বলেন— রব্যুদয়ে লঙ্কায়াং সিংহাচার্য্যেণ দিনগণেtহভিহিতঃ। যবনানাং নিশি দশভিমুহত্তৈশ্চ তদগ্ৰহণাৎ ॥ আবার বরাহমিহির বলিয়াছেন :-- উদয়োযোলঙ্কায়াং সোহস্তময়ঃ সবিতুরেব সিদ্ধপুরে । মধ্যাস্থোযমকোট্যাং রোমকবিষয়ে আৰ্দ্ধরাত্র: স্যাৎ ॥ লঙ্কায় যখন স্বৰ্য্যেদয় হয়, তৎকালে মনদিগের দেশে রাত্রি দশ মুহূৰ্ত্ত হয়,এবং রোমক দেশে তখন রাত্রির অৰ্দ্ধভাগ অবশিষ্ট থাকে !, দিনমানকে পঞ্চদশ ভাগে বিভক্ত করিলে তাহার এক এক ভাগের নাম মুহূৰ্ত্ত । সমগ্র ब्राजित्ड "कमन हर्ड आरश्। श्ब्बाश्वत्र हर्ड अठौङ श्रण श्रीक भूहूर्ड মাত্র অবশিষ্ট থাকে। অতএব লঙ্কায় যখন স্বৰ্য্যেদয় হয়,তখন রোমক দেশে সাড়ে সাত মুহূৰ্ত্ত রাত্রি ও ঘৰৰদিগের দেশে পাচ মুহূৰ্ত্ত রীত্রি অবশিষ্ট থাকে, পৃথিবীর গোলত্ব নিবন্ধন এক কালে সৰ্ব্বত্র স্বৰ্য্যোদয় হয় না ; পূৰ্ব্ব দিকে অগ্রে স্বৰ্য্য উদিত হইয়া ক্রমশঃ নৈকট্য ও দূরত্ব অনুসারে পশ্চিম দেশে পরে