এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
૧હેર কল্পস্তকম | চেন কি উহারে তুমি, জান কি উহারে তুমি 3. বঙ্গের বিধবা উনি জনম দুখিনী ; এ সংসারে দুঃখ বই জানে না কামিনী । মলিন পিন্ধন বাস, স্বখে নাহি অভিলাষ ; অলঙ্কার পরিবারে নাহিক প্রয়াস ; করে নাকে আশা ধনী করিতে বিলাস । মরি রে কুন্তলরাশি, পৃষ্ঠেতে পড়েছে খসি ; বন্ধন করিতে ধনী করে না যতন ; .কেন বা করিবে যত্ব হায় অকারণ । যে দিন কুদিন আসে, নিদয় কালের পাশে ; শুকাইছে অভাগীর আশার লতিক1; সেই দিন আর ফোটে না কলি ক? । তদবধি শুষ্ক মনে, পড়ে অাছে ধরাসনে ; ভাবিতেছে সদা ধনী দুঃখের ভাবনা ; কে আছে এ ধর মাঝে বুঝিবে যাতন । যৌবন সুষমারাশি, যেন শরদের শশী ; কেন আসি দেখা দেয় উছার বদলে ; কি করিবে লয়ে হায় ও মৃধা রতনে । কাঙ্গালের ধন হায়, সদ,চোরে লয়ে যায় ; জানে যে সহায়হীন কাঙ্গাল-সকল ; তাইতে বারণ হয়ে শুনেনো কেবল ৷ ওরে হিন্দু কুলাঙ্গার, কি করি ছ সরলার ;