সংস্কৃত লিপিকাল সম্বন্ধে মোক্ষমূলারের মত খণ্ডন। ৭৪৩ নিদয় হৃদয় তব জাগে নাকি আর ; পড়ে নাকি বক্ষ-স্থলে ਜਬਜੱਸੇ | ভাসে নাকি হৃদি হায়, বর্ষার নদীর প্রায় ; শুনিয়া সে আর্তনাদ রমণীগণের ; হৃদয় কি কঠিন হায় হিন্দু পুরুষের । মরি কি লজ্জার কথা, স্মরিলে হৃদয়ে ব্যথা ; লাগে”মম এই পোড়া ব্যপিত হৃদয়ে , কে আছে এ ধর মাঝে বুলিব কাহারে । পুরুষ কেমন করে, আবার বিবাহ করে ; অবলা রমণী তবে কি লাগিয়া হয় ; সহিবেরে এ যন্ত্রণ সতত ধরায় ॥ জগদীশ তব ঠাই, এই ভিক্ষ সদা চাই , এ কুপ্রথা কর দেব সমূলে নিহত। লভিবে যাহাতে শাস্তি পতিহীন যত ॥ একান্ত বশম্বদ – শ্ৰীমন্মথ নাথ দত্ত সাং—সোনাই—
سم جوهسسسسسسسسسسسه সংস্কৃত লিপিকাল সম্বন্ধে মোক্ষমূলারের মত ও
তাহার খণ্ডন । মাস তিথি ঋতু ফিরিয়া ঘুরিয়া আসিতেছে আর যাইতেছে। প্রস্ফুটিত পদ্মবনে নলিনী-নায়ক ফিরিয়া হাসিতে হাসিতে আসিতেছেন, আর কাদিতে কাদিতে বিদ্রায় লইতেছেন। কখন কিরণমালা কমলিনী’ কোলে খেলা করিতেছে, কখন আর নাই—ধূসর ধূমাকার গোধূলি । আবার চন্ত্রিমাছট। কুমুদিনী কোলে নাচিতে লাগিল। এ ঘোরে, সে ঘোরে, স্বর্যাকে বেড়িয়া