পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- মনুসংহিতা । ১৭৬১ নিজ পরিশ্রমে ক্রমশঃ সবল হইয়া উঠুন, পুরুষের প্রতি নিওঁর করিবার প্রয়োজন নাই । গহন্দু রমণীগণ যেন ভূয়া সাময়িক বস্তৃতা না ভূলেন, ক্রীত দাসের হস্ত হইতে ঝুটা স্বাধীনতার অলঙ্কার পরিয়া . इहेब कॉन्न न्फ्रें, “ গিন্টী দুই দিন পরে উঠিয়া যাইবে । উহার আভ্যন্তরিক মলিনতার শে লজ্জিত হইতে হুইবে। ( ፲፱፻፵ሣ፤ ) .مسی-یسسید শ্ৰীবেচারাম চট্টোপাধ্যায়—রাউলপিণ্ডি ।


سسسسسسسسسOسسسسسس--سس--

মনুসংহিতা । ষষ্ঠ অধ্যায় । ( পুৰ্ব্ব প্রকাশিতের পর । ) গৃহস্থাশ্রমে বাস করিয়া যে সকল অনুষ্ঠান করিতে হইবে, তাহার কথা বলা হইল, এক্ষণে বানপ্রস্থাশ্রমের কথা বলা হইতেছে । এবং গুহা শ্রমে স্থিত্বা বিধিবৎ স্নাতকোদ্বিজঃ । বনে বসেন্তু নিয়তোযথাবদ্বিজিতেন্দ্ৰিয়ঃ ॥ ১ । দ্বিজগণ সমাবৰ্ত্তন স্নান করিয়া উক্ত প্রকারে বিধিপূৰ্ব্বক গৃহস্থাশ্রমে বাস পূৰ্ব্বক যথাশাস্ত্র বক্ষ্যমাণু বানপ্রস্তুধৰ্ম্ম আশ্রয় করিয়া জিতেন্দ্রিয় হইয়া বনে বাস করিবে । 攀 গৃহস্থস্তু যদা পশ্যেদ্বলীপলিতমাত্মনঃ . অপত্যস্যৈব চাপত্যং তদারণ্যং সমাশ্রয়েৎ ॥ ২ ॥ গৃহস্থ যখন দেখিবেন, দেহের চৰ্ম্ম-লোল, কেশ ধবল ও পুত্রের পুত্ৰ হই, য়াছে, সেই সময়ে বনে গিয়া বাস করিবে । সন্ত্যজ্য গ্রাম্যমাহারং সৰ্ব্বঞ্চৈব পরিচ্ছদং । পুত্ৰেষু ভাৰ্য্যtং নিক্ষিপ বনং গচ্ছেৎ সহৈব বা ॥৩ ॥ গৃহস্থ যখন বানপ্রস্থ অtশ্রম আশ্রয় করিবেন, তখন যদি তাহার স্ত্রী জীবিত থাকেন,তিনি যদি অরণ্য বাস করিতে ইচ্ছা না করেন,তাহাকে পুত্রের নিকটুে রাখিয়া যাইবেন, তুiার তিনি যদি সহচারিণী হইতে ইচ্ছা করেন, তাহাকে সঙ্গে লইয়। যাইবেন । গ্রামে ও নগরে অবস্থান কালে যে অtহার ও শয্যাসনাদি ব্যবহার করিতেন, সে সমুদায় পরিত্যাগ করিবেন । ( ৯৬ )