পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

রাজভবনের গােপনে পালিত
রাজবালিকার সােহাগে লালিত
তব বুকে বসি শিখেছিল গীত
ওগো সুন্দর চোর,
পােষা শুক শারী মধুরকণ্ঠ
যেন পঞ্চাশ জোড়।

ওগাে সুন্দর চোর,
তোমারি রচিত সোনার ছন্দ,
পিঞ্জরে তারা ভোর।
দেখিতে পায় না কিছু চারি ধারে,
শুধু চিরনিশি গাহে বারে বারে
তোমাদের চিরশয়নদুয়ারে
ওগো সুন্দর চোর—
আজি তােমাদের দুজনের চোখে
অনন্ত ঘুমঘোর।

২৩ বৈশাখ ____ পরিবর্দ্ধন: ৬ জ্যৈষ্ঠ কলিকাতা

১৭