পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

যবে সােহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া
তুমি  দূর হতে বসি হেসাে না গাে সখা, হেসো না।
যবে রানীর মতন বসিব রতন-আসনে,
যবে  বাঁধিব তােমারে নিবিড়প্রণয়শাসনে,
যবে  দেবীর মতন পুরাব তােমার বাসনা,
ওগো,  তখন হে নাথ, গরবিরে কোরো মার্জনা কোরো মার্জনা।

৮ জ্যৈষ্ঠ ১৩০৪ বোলপুর

২৭