পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রণয়প্রশ্ন

এ কি তবে সবই সত্য
হে আমার চিরভক্ত?
আমার চোখের বিজুলি-উজ্বল আলোকে
হৃদয়ে তোমার ঝঙ্কার মেঘ ঝলকে,
এ কি সত্য?
আমার মধুর অধর, বধূর
নবলাজসম রক্ত,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য?

চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি?
চরণে আমার বীণাঝঙ্কার বাজে কি?
এ কি সত্য?
নিশির শিশির করে কি আমারে হেরিয়া?
প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া,
এ কি সত্য?
তপ্তকপোল-পরশে অধীর
সমীর মদিরমত্ত,
হে আমার চিরভক্ত,
এ কি সত্য?

৩৯