পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কাঁপিয়া কাঁপিয়া দীপখানি তব
নিবু-নিবু করে পবনে—
জননী, তাহারে করিয়াে রক্ষা
আপন বক্ষোবসনে।
তুলি ধরাে তারে দক্ষিণ করে—
তােমার ললাটে যেন আলাে পড়ে,
চিনি দূর হতে, ফিরে আসি ঘরে
ভুলি আলেয়া-ছলনে।
এ পারে দুয়ার রুদ্ধ জননী,
এ পরপুরীর ভবনে।

তােমার বনের ফুলের গন্ধ
আসিছে সন্ধ্যাসমীরে।
শেষ গান গাহে তােমার কোকিল
সুদূরকুঞ্জতিমিরে।
পথে কোনাে লােক নাহি আর বাকি,
গহন কাননে জ্বলিছে জোনাকি,
আকুল অশ্রু ভরি দুই আঁখি
উচ্ছ্বসি উঠে অধীরে।
‘তোরা যে আমার’ ডাকো একবার
দাঁড়ায়ে দুয়ারবাহিরে।

৭ আষাঢ় ১৩০৫ নাগর নদী। আত্রাই-পথে

৪৮