পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে,
ধুলার হায় নাহিক পায় অন্ত।
কহিল, ‘মহী মাদুর দিয়ে ঢাকো,
ফরাশ পাতি করিব ধুলা বন্ধ।’
কহিল কেহ, ‘রাজারে ঘরে রাখাে,
কোথাও যেন না থাকে কোনাে রন্ধ্র।
ধুলার মাঝে না যদি দেন পা
তা হলে পায়ে ধুলা তাে লাগে না।’

কহিল রাজা, ‘সে কথা বড়াে খাঁটি,
কিন্তু মাের হতেছে মনে সন্ধ,
মাটির ভয়ে রাজ্য হবে মাটি
দিবস-রাতি রহিলে আমি বন্ধ।’
কহিল সবে, ‘চামারে তবে ডাকি
চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী।
ধূলির মহী ঝুলির মাঝে ঢাকি
মহীপতির রহিবে মহাকীর্তি।’
কহিল সবে, ‘হবে সে অবহেলে,
যােগ্যমতে চামার যদি মেলে।’

রাজার চর ধাইল হেথা হােথা,
ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম।
যােগ্যমতাে চামার নাহি কোথা,
না মিলে তত উচিতমতাে চর্ম।

৫৬