পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সংকোচ

ছায়ানট

যদি  বারণ কর, তবে
গাহিব না।
যদি  শরম লাগে, মুখে
চাহিব না।
যদি বিরলে মালা গাঁথা  সহসা পায় বাধা, 
তােমার ফুলবনে
যাইব না।
যদি  বারণ কর, তবে
গাহিব না।

যদি থমকি থেমে যাও
পথ-মাঝে,
আমি চমকি চলে যাব
আন কাজে।
যদি তােমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে, 
আমার তরীখানি
বাহিব না।
যদি  বারণ কর, তবে
গাহিব না।

৯ আশ্বিন ১৩০৪ চলন বিল। ঝড়। বােট টলমল

৭২