এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অশেষ
আবার আহ্বান?
যত কিছু ছিল কাজ সাঙ্গ তাে করেছি আজ
দীর্ঘ দিনমান।
জাগায়ে মাধবীবন চলে গেছে বহুক্ষণ
প্রত্যুষ নবীন,
প্রখর পিপাসা হানি পুষ্পের শিশির টানি
গেছে মধ্যদিন।
মাঠের পশ্চিমশেষে অপরাহ্ণ ম্লান হেসে
হল অবসান,
পরপারে উত্তরিতে পা দিয়েছি তরণীতে,
আবার আহ্বান?
নামে সন্ধ্যা তন্দ্রালসা সােনার-আঁচল-খসা,
হাতে দীপশিখা―
দিনের কল্লোল ’পর টানি দিল ঝিল্লিস্বর
ঘন যবনিকা।
ও পারের কালাে কূলে কালী ঘনাইয়া তুলে
নিশার কালিমা,
গাঢ় সে তিমিরতলে চক্ষু কোথা ডুবে চলে
নাহি পায় সীমা।
৯০