পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হবে, হবে, হবে জয়,  হে দেবী, করি নে ভয়,
হব আমি জয়ী।
তােমার আহ্বানবাণী  সফল করিব রানী,
হে মহিমাময়ী।
কাঁপিবে না ক্লান্ত কর, ভাঙিবে না কণ্ঠস্বর,
টুটিবে না বীণা—
নবীন প্রভাত-লাগি  দীর্ঘ রাত্রি রব জাগি,
দীপ নিবিবে না।
কর্মভার নব প্রাতে  নব সেবকের হাতে
করি যাব দান,
মাের শেষ কণ্ঠস্বরে যাইব ঘােষণা করে
তােমার আহ্বান।

৯৪