পাতা:কাদম্বরী নাটক.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ* সাক্ষাৎ দর্পণ নাটক । হরিশ । (উচ্চৈস্বরে )’ নিমে, তামাক দে যা । ( নেপথ্যে, আজ্ঞে যাই ) ( হরি হরের প্রতি) না আমি বলছিলাম কি জান, সুবোধের যদি এত শীঘ্র বিবাহ কৰ্ত্তে না ইচ্ছে হয়। ( নিমের তামাক লইয়া প্রবেশ ) হরি । ( ধূমপান পূৰ্ব্বক) যদি বিবাহ কর্তেই হলো ; ভী হোলে ছু চার মাস, অগ্র পশ্চাতে কোন এসে যায় না । তাঁর জন্যে তুমি ভেবে না । সুবোধ তোমার কথার অন্যথা কখনই করবে না । হরিশ ৷ অtছ যা ভাল হয়, তাই কর । হরি। বিবাহটা কোন্‌ মাসে স্থির করা যায় ? হরিশ। যদি এই মাসের পঁচিশে তারিখে পত্র কর: স্থির হয়, তবে অপর মাস নাগাৎ দেখা যাবে । হরি । বেশ কথা । “শুভস্য শীঘ্ৰং” ( কিঞ্চিৎ বিলম্বে ) তবে এখন উঠি । স্নানটান করা যাকগে । বিশেষ গিনীকে খবরটাও দেওয়া যাক । অপর শীতকালের বেলা, না দেখতে দেখতেই বেলা হয়ে পড়ে । ( হরি হরের প্রস্থান ) হরিশ নিমে তেল নিয়ে আয়। (নিমের তৈল লইয়া পুনঃপ্রবেশ) (তৈল মর্দন করিতে করিতে স্বগত) হরিহর ভায়া ত, বিবাহের স্থির কোরে গেলেন । তা—আমারও নিহত অমৎ নাই—মেয়েটাও মন্দ নয়—বেশ স্বীকারা-অরি খুব স্বম্প ব্যায়েও কাজটা নিৰ্ব্বাহ হতে পারে । কিন্তু সুবৌধের যে রকম ভাব দেখছি, তা ত বিলক্ষণ ॥ ও ছোড়া যে কি ভেবেছে, তা কিছুই বলা যায় না । বিবাহ যেন তাঁর বাঘ-না ভালুক! কামড়াবে নাকি! (দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূৰ্ব্বক ) ভাল-দেখা যাক (গাত্ৰোথান )