レ* দ্বিতীয়গৰ্ভাঙ্ক। হরিহর বাবুর বাটার अन्लक्क शृङ् । ( সুবোধ ও নলিনী অণসীন ) সুবোধ । (নলিনীর হস্ত ধারণ পূৰ্ব্বক) ওটা এমনি কোরে ঘুরিয়ে নিয়ে এস, দেখো যেন হাত কঁপে না, আবার ঐ অক্ষরটা লেখ । হ্যা এই বীর হয়েছে। অtছা, এখন লেখা থাক দুকুর বেলা ভাত খেয়ে এক সেলেট লিখেরেখো, অ’মি বৈকালে এসে দেখব। এখন আমি যাই । আমার স্কলে যাবার বেলা হলো । নলিনী । অণমার পডা বলে দেবে না ? মুবোধ । তবে শীগ্গির পড়ে নাও। নলিনী! আমি শীগ্গির পড়তে পারিনে। তুমি আর একটু খানি কেন বসোল ঃ (পুস্তক লইয়া) “ আই, এম, অপ” ) সুবোধ । আমি উপরে অণছি । নলিনী । “হি ইজ ইন্ ” । মুবোধ । তিনি ভিতরে অাছেন । নলিনী । কি মানে “তিনি” ? মুবোধ ৷ ‘ হি ? মানে তিনি । নলিনী । উই, গো, ইন । সুবোধ । আমরা ভিতরে ষাই । নলিনী । কি মানে “আমরা” ? সুবোধ। উই’ মানে আমরা । নলিনী । উই, ডু, গো । , - সুবোধ । আমরা গমন করি ।
পাতা:কাদম্বরী নাটক.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।