পাতা:কাদম্বরী নাটক.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । >\。 সে খানে সকল জগতের সঙ্গে খণয় ! তা যদি হয় ; তা হোলেতো সকলে আমাদের এক ঘোরে করবে । হরি। তা হোক। আজ কাল্ সকলেই ব্ৰহ্মজ্ঞানী হচ্চে । ব্রহ্মজ্ঞানী হলেই কি সকলের সঙ্গে খেতে হয়, সমাজে কি অণর সকলে খেতে যায়। সেখানে পরমেশ্বরের গান হয়, আর উপাসনা হয় । এই আমি ত সে দিন সমাজে গিয়াছিলাম। তাতে কিছু দোষ নেই। মোক্ষদা । আচ্ছা, এরা গয়না গেটে কি দেবে । ভালো না দিলেতো, অর্ণমার এমন চাদপান মেয়ে দেব না । হরি। ওগো ! তুমি বঝে না । হরিশ বাবু যে ধনী, তা কে না জানে ? শুনেছি ওর বড় ছেলেকে চরিত্র মন্দ বোলে দেখতে পারেন না । কেউ কেউ বলে, তাকে ত্যজ্য পুত্র করেছে । তা যদি হয়, তা হলে অীর ভাবনা কি ? এখন যদি ভাল গয়ন টয়না না দেয়, নাই দিলে । পরেত সবি ওর । a. মোক্ষদা। তুমি কি বল ! গয়না না দিলে দেবে কি ? লোকে । বলবেই বা কি ? “অমন বড় মানূষের ঘরে দিলে, মেয়েটার গাটাও ঢাকৃতে পাল্লে না ! মরণ অণর কি ! টাকা নিয়ে বুঝি ধুয়ে খাবে । তা বাবু আমি লোকের খোটা সইতে পারবো না । - হরি। ওগো । তা হবে তা হবে । তার জন্যে আর এত ভাবন কি । হরিশবাবু গহনা না দেয়, আমি দেব। " মোক্ষদা । আচ্ছা তুমি যে, এখানে সম্বন্ধ স্থির কচ্ছে, হলধর বাবু তা জানেন । হরি। যদি না জেনে থাকেন, ক্রমে জনৃতে পারবেন। তিনি কি না অাগে বল্লেন “সমুদণয় গহনা দেবো, বিয়েতে খরচ