দ্বিতীয় অঙ্ক । Yo আমাদের মেরে গেল ; তুই কিছু বল্লিনে ? তোর নামে অর্ণমরা রিপোর্ট করবো তোর নম্বর কত বল ।” এই বলে তার নম্বর দেখতে চাইলে, সে তাঁদের এক ধাক্কা দিয়ে বল্পে “চলা যাও” । তাঁরাও তাকে এক ঘুসো মেরেছিলো । সে অমনি হৈ করে চীৎকার করে উঠল । শব্দ শুনে আরো ভিন বেটা চৌকিদার এল ; এসে তাদের মার্তে মার্ভে পুলিসে নিয়ে গেল। তাদের সঙ্গে যে টাকা কড়ি ছিল, সমুদায় কেড়ে নিলে । একজনের মাথা ফাটিয়ে । দিয়েছিল । সমস্ত রাৎ তাঁদের গরোদে রেখে দিয়ে, সকালে এক এক টাকা জরিবর্ণনা করে ছেড়ে দেয়। কিন্তু - চৌকিদার বেটীরা যে, তাঁদের বিনি অপরাধে অতো মারলে, তাদের কিছুই হলোনা। আমার বোধহয় ইংরেজরা প্রতিজ্ঞ করে বসেছে যে, যাতে আমাদের অপমান হয় তাই করবে। অীর বাঙ্গালীরাও প্রতিজ্ঞ করে বোসেছে য়ে, ইংরেজের অপমান কল্পে তার কথাটাও কবেন । সকাল বিকাল গলাগলি দিলেও ওরা ঠোট নাড়বেন । বাঙ্গালীদের কেবল নরমের উপরই চাপু । কেবল দলাদলি চলাচলি নিয়ে আছেন, মোকদ্দমা মামলায় খুব প্রিয়, সে কথার লড়াই কিনা, অণর আইনের লড়াই । তাঁতে যদিও সৰ্ব্বস্বাস্ত হয় বটে কিন্তু রক্তপাত হয়না । অণদৎ লড়াইতে এগেন্ না । কালি । “বাট টিল্ উইয়ার নেটিভস্ ” । কেদার । দেখ কালি, আমি যদি নিজে বাঙ্গালী না হেতাম, তা হলে আমি কখন বাঙ্গালী জাতির উপর একটা কথাও কইতাম না । কারণ তাহলে অামি ওদের বিষয়ে মাথা গরম করা অনাবশ্বক আর অনুপযুক্ত মনে করতামৃ । কিন্তু আমি নাকি নিজে বাঙ্গালী, তাই অামি বাক্ষশলীদের (ii) f
পাতা:কাদম্বরী নাটক.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।