Rు o সাক্ষাৎ-দৰ্পণ নাটক । গুলি খাওয়া দূরেথােক, এক ছিলিম তামাকও খাওয়া ভার ! তার পর কত কষ্টে লগ্ন উপস্থিত হলো ৷ ছালনা তলায় আমাকে দাড় করালে । অণর ভাগগিশ নাপিত বেটার সঙ্গে শড় ছিল, তাই চার চক্ষুর মিলনের সময়, নাপিত বেট ধী করে আমাকে এক ছিটে গুলি নেজে দিলে । বোধ হয় অাগে থাকতে সেজে রেখেছিল । অপর বেটা চাদরখানা বেশ করে অণমার মাথায়, অপর কেগণের মাথায় মুড়ি দিয়ে দিলে । যদি কেউ দেখে বোলে, খুব মুখখণস্ত করে গলাগলি দিতে লাগলে ; গলাগলির ভয়ে কেউ এগুলো না । অমিত বেশ করে শেষটান্ট টেনে নিলেম । তবে একটু সুস্থির হই । তারপরে অন্য অন্য স্ত্রীলোকদের সঙ্গে যে মজা, – সে অর্ণর কি বলবো । শেষে প্রদাপট নিবান পৰ্য্যন্ত হয়েছিল । সেই পৰ্য্যন্তু অর্ণমার এক খুড় শাশুড়ীর সঙ্গে ভারি ভাব হয়ে যায় । সকলে টের পেয়েছিল যে, বাবা--অর্ণচ্ছা জামাই ! কেদার । অtছা বসির ঘরে কি এমন মন্দ ব্যবহার হয় ? ভাদ্রলেশকের স্ত্রীদের চরিত্র কি এমন মন্দ ? অামার ত বিশ্বাস হয় না । দেীয়ারি । আমি কি তোমাকে মিথ্যা করে বলচি ! কালি। আমি যতদূর জানি (কেন না আমারও একসময় বিবাহ , হয়,) অণর অণমিও বাসর ঘর “এনৃজয়” করিছি। কিন্তু আমি বলতে পারি যে, বাসর ঘরে যে সকল স্ত্রীলোক যায়, সকলেরি যে চরিত্র মন্দ, তা নয় । কিন্তু তাও বলি, তাঁদের ভিতর অনেকে ফোছকে থাকে, আর কারো করে চরিত্র মন্দ । - কেদার । আমাদের দেশের এ রকম বিবাহুর প্রথা শুৰূলে,
পাতা:কাদম্বরী নাটক.djvu/১২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।