পাতা:কাদম্বরী নাটক.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । • চকে, চারিদিকে বাসা কর্তে অরম্ভ করেন । মদ না খেলে মজা মিইয়ে যায়, হাসি কষ্ট হাসি হয়। মদের যে কত. মহিমা ভাকি বলে ওঠা যায় ! (গ্ল্যাসের দিকে দৃষ্টিপাত করিয়া ) বাবা মদ ! তোমার কি লাল চেহারা, তোমার কি শরল তরল ভাব, তোমাকে যে দেবতা তয়ের করেছে তাঁর শ্রীচরণে অামি এই পো উপু করে নমস্কার করি । দোয়ারি । ও কালি ! কালি । এমন দেবতাকে অামি বার বার নমস্কার করি । দোয়ারি । ও বেট কালি ! -- কালি । কি ব1– দোয়ারি । আমাদের একটু একটু খেতে দিবি কি না তা স্পষ্ট করে বল ? - কালি । হচ্চে হচ্চে । “ওএলু মই সুইট হার টটেক এ সিপৃ” । হর। দাও দাও ! ভগরি আপদ ! - কালি । “দ্যাটস্ লাইক এ গুড় গের ল” । দোয়ারি । বাবা, তবে নাকি তুমি মদ খাওনা, বেশ ত চিনির পানীর মত খাচেচা ? হর । তোমাদের উপরোধে । (সকলের মদ্যপান ) দোয়ারি । (তবলায় চাটি মারিয়া ) হর তোমাকে একটা গাইতে হবে । হর । আমি গাইতে জানিনে । দোয়ারি । এতেও ছেনলি ? কেদার । একটী গাওনা, তাতে দোষ নেই । হর । অছি গচ্চি, কিন্তু তোমরা ঠাট্টা কোরো না।