দ্বিতীয় অঙ্ক | 位や ( ভবর কল কে লইয়া প্রবেশ ) কালি । ভব, ত্র্যাণ্ডি বোলাও ৷ ভব। ওমা ! এখনৃ ব্র্যাণ্ডি কোথা পাব গো ? * কালি । এই তিনটে টাকা নাও । তোমার এক টাকা, অণুর ছু টাকার ব্র্যাণ্ডি নিয়ে এস। এক্ষুনি যাও । v. ( ভবর প্রস্থান ) কেদার। আমি বাজীব । - দোয়ারি । আমি গাব । হর । অামি নাচব । কালি। “অলরাইট, ভেরিই-ই ওএল । আমি তোমার সঙ্গে নাচব ৷ ( কালি এবং হরকালীর মৃত্যু ) -রাগিণী বিবিটখাম্বাজ ভালপোস্ত। দোয়ারি । (গীত) অমল করে আমার দিকে অপর ভকিওলা । তামার আঁখি ঠেরা দেখে প্রাণ আর বঁাচে না । যে দিন অবধি করে, হেরিলে ও আঁখি ঠেরে, আছি আমি প্রাণে মরে, আর জ্বলিও না । কালি । বা-বা-বেশ বেশ বেটি-বেশ ! রাগিণী সিন্ধু তাল আডুখোট। দোয়ারি | (গীত) বড় অণশ ছিল মনে তাই তব বাসাঁতে তাণসী ৷ সুখে থাক এই বাসনা, চাইনে তব ভালবাসা। তোমার যে প্রিয় আছে, সুখে থেকে তার কাছে, কিন্তু বলি বলা মিছে, করেনি। তার এমন দশ ॥
পাতা:কাদম্বরী নাটক.djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।