পাতা:কাদম্বরী নাটক.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&や সাক্ষাৎ-দপর্ণ নাটক আসে, তখন হয় গল্প করি, নয় তাস্থ খেলি । কুসুম ! মনমোহিনী, থাকমণি কি, প্রায়ই তোমাদের বাড়ী তাপসে ? * কামিনী। অসে বৈ কি । আমাদের বাড়ীর পাশেই ওদের বাড়া কি না ; আমাদের পণচ দেীর দিয়ে আসা যায় ; তাই ওরা প্রায় ত্যাসে । তাছা কুমুম ! তুমি এখন কি ?fS@? কুমুম । আমি এখন ভূগোল পড়ছি, ব্যাকরণ, রত্নসার আর “ফাষ্টবুক অফ রিডিং" পড়ছি । - কামিনী । তোমাকে কে পড়া বলে দ্যায় ? কুসুম । ঠাকুরপো বলে দ্যায় । নলিনীতে অণর তামাতে এক বই পড়ি । কামিনী । সুবোধ কি তোমাদের মনোযোগ করে পড়া বলে দেন ? কুসুম । মনোযোগ করে । তিনি যে যত্ন করে আমাদের পড়ান, তাতে বোধ হয় তার যেন আর কিছু কাজ নেই । ঠাকুরপোর মত লক্ষণ দ্যাওর কোথাও দেখিনি । আপনার মীর পেটের ভায়ের চেয়েও আমাকে যত্ন করেন, অণর ভাল বাসেন । কামিনী । তুমি ভাই খুব সুখী ! রামের মত ভাঁতার, লক্ষণের মত দ্যাওর, আর কৌশল্যের মত শাশুড়ি পেয়েছ । কুসুম । কামিনী, আমার দ্যাওর লক্ষণের মত বটে, তামার শাশুড়িও কৌশল্যের মত বটে, কিন্তু আমার স্বামীর বিষয় তুমি কিছু জান না । (দীর্ঘনিশ্বাস পরিত্যাগ পুৰ্ব্বক) আমি হেসে খেলে বেড়াই বলে, লোকে ভাবে আমি খুব সুখী। তা সে সকল কথা যাক । তোমাদের বাড়ীতে এসেছি,