তৃতীয় অঙ্ক । - ৬৪ । কামিনী । (কুল মের হস্ত তাপণর হস্তে লইয়া) কুসম, কেঁদোনা বোনু কেঁদোনা, দুঃখু কল্পে কি হবে ? পরে সকলি ভাল হবে এখন ত তোমার সোয়ামী তেমন করেন না। ? কুসুম । তা হলে অণর ভাবনা ছিল কি ? সেই পৰ্য্যন্ত ভাই অণমগর ভগতার ওপরে শোয় না । হয় বাইরের বৈটকখানায় শোয়, তা নইলে ওয়ার হরকগলি বলে এক জন ঢেমনি অগছে তাঁর কাছে পড়ে থাকে । তা দেখ ভাই সোয়ামী থাকতে সোয়ামী নেই, এর চেয়েও দুঃখু কি অীর অাছে ! (ক্ৰন্দন ) কামিনী । কঁদো কেন ভাই কুসম, তুমি তোমার সোয়ামীকে ভাল বাস ; কত দিন তার সঙ্গে ঘর করেছ । তিনি যখন • বাড়ির ভেতর এসে শোবেন তখন তোমার কোন দুঃখু থাকবে না । কিন্তু আমার বিষয় একবার ভেবে দেখে দিকি । সেই যে সোয়ামী সঙ্গে চার চক্ষুর মিলন হয়ে ছিল সেই পৰ্য্যন্ত, তার কখন তাকে দেখিনি । কুসুম । অমন কথা বলোনা কমিনি । বিয়ে হওয়া পৰ্য্যন্ত তুমি তোমার ভাতারকে দেখনি ? সে কি ! কামিনী। তা নইলে বলচি কি ? অণবীর শোনো যদি এখন অামার সোয়ামি তাপমার ঘরে রাত্তিরে অণসে, তা হলে আমি গলায় দড়ি দিই । কুসুম । কি বল কমিলি ! ( স্বচকিতে ) কামিনী । কুসম, ইরি জন্যে বলছিলেম আমার দুঃখের কখা শুনৃলে তোমার গায় কাটা দেবে। কুমুম ! সত্যি কণমিনি এ কখনো হতে পারে ? তোমার সোয়ামী তোমার কাছে এলে তুমি কোথা মুখা হবে - না তুমি মৰ্ত্তে চাও? তুমি বুঝি ঠাট্ট কচ্চো ?
পাতা:কাদম্বরী নাটক.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।