পাতা:কাদম্বরী নাটক.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ সাক্ষাৎ-দৰ্পণ নাটক । বামা । তোর ভাতার না আজি এসেছে? তবে যে তোকে ছেড়ে দিলে ? - কীদ । ভাতার অনেক দূর । কুসুম । দূর আর কি ? কামিনীদের বাড়া ত অামাদের বাড়ী থেকে বড় দূর নয়, তা এ বাড়ীতে না থেকে তিনি তোমাদের বাড়ীর চেকাটে বসে পথ পানে চেয়ে আছেন, তুমি বাউ গেলেই পালিস্ক থেকে নাবতে না নাবতেই তোমায় কেপলে করে নিয়ে গিয়ে দরজা দেবেন । কাদ । ( দীর্ঘ নিশ্বাস ত্যাগ করত) তা হলে অঙ্গর ভবন। ছিল না। অাজকে বলতে এসেছিল যে অণর ছমাস বাড়ী অসিতে পাৰ্ব্বে না । ওদের অপিস বুঝি শিমূলে পৰ্ব্বতে উঠে গিয়েছে তাই সেই খানে যাবে। . কামিনী । তবেত ভাই তোমার ভগরি কষ্ট ! কাদ । কি কৰ্ব্বে দিদি, পোড়া নারি জম্মত অণর সুচ বে না । বীমা । তুই যদি ভাই অত দুঃখু করিস, তা হলে অণমরা ত আর বর্ণচিনে । তুই তবু ছমাস পরে তোর ভাতারের কোল জুড় বি, কিন্তু আমাদের ও চাষ একেবারে উঠে গিয়েছে । কাদ । সত্যি সত্যি ভাই তোমাদের কি কষ্ট ! আমি এখন টের পাচিচ, রণড়েদের কত কষ্ট । এই ছ মাস ব্যান অর্ণমার এক যুগ বোধ হচ্ছে । ভবে ভাই তোদের কি না কষ্ট হয় ! বাম দুঃখের কথা বলিস্ নে দিদি দুঃখের কথা বলিস নে । ( চক্ষু মুছিয়া ) দুঃখে দুঃখে হাড়, মাটি হলো। অামাদের যে কত দুঃখু ভ। অঙ্গর কাকে বলব বল । অণর কেবা আমাদের দুঃখু বুঝতে পাৰ্ব্বে ? কথায় বলে না, “যার জ্বালা সেই জানে, জানিবে কি পরে, প্রসব বেদনা কি বর্ণঝ!