পাতা:কাদম্বরী নাটক.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গভর্ণন্ধ । হরিশ বাবুর বাটাস বোধ বাবুর বৈটক খন • সুবোধ বাৰু অণসীন । সুবোধ। (সম্মুখে পুস্তক খুলিয়া স্বগত) এতখানী পড়লেম, কিছুই মনে নেই । আমার যে কপালে কি আছে তা কিছুই জানিনে । ভেবে ভেবে যে গেলেম । আর ভেবেই বা কি কৰ্ব্বো ? - (পরাণ এবং প্রসন্নর প্রবেশ) প্রসন্ন। কি হে সুবোধ কি হচ্চে ? সুবোধ। এস পরাণ ! কোথা থেকে ? পরাণ । এই বরাবর তোমার কাছেই অসি চি । প্রসন্ন। পথে তারক বাবুর সঙ্গে দেখা হয়েছিল ওঁয়ারা বুঝি একটা চাদ করেছেন যত বিধবা তাদের বিবাহ দেবেন। পরাণ। আচ্ছা তুমি কি বল বিধবা বিবাহ ভাল ? সুবোধ। সে আবার তুমি জিজ্ঞাসা কর চ? পরগণ । তাণমিতো বিধবা বিবাহকে বিবাহই বলিনে । যার বিবাহ হলো, সে তাঁর স্বামীকে ভাল বাস লে, সে অর্ণবীর কখন অন্য পুৰুষকে ভাল বাস তে পারে? প্রসন্ন । অীর যার বিয়ে হয়েই স্বামী মরে গেল ? পরাণ । হ্যা এমন যদি হয় তাহলে সেই বিধবার বিবাহ দেওয়া উচিৎ । কিন্তু যে স্ত্রীলোকের আঠার উনিশ বচরে স্বামী মরে যায়, তার অীর বিবাহ করা উচিৎ নয় । প্রসন্ন। তার মানে কি? তার যদি পুনরায় বিবাহ কর্তে ইচ্ছে হয় ? (yo)