পাতা:কাদম্বরী নাটক.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । না, এক সঙ্গে বেড়াতে পাব না, ইরি জন্যে হয়েছিল । একি ! এখন এ রকম কষ্ট হয় কেন ? এমন মনের ভগব আমার কবে হলো ? লোকে বলে সময়ে সকলে সকলকে ভুলে যায়, কিন্তু কৈ আমি ত কামিনীকে আজ পর্য্যন্ত ভুলতে পীর লেম না । বরোঞ্চ রেজি রোজ আরো বড় চে । সে ভদ্রলোকের বাড়ীর –পরিবার তার জন্যে অণমার এত মন্দ ইচ্ছে হয় কেন ? ( কিঞ্চিৎ ভাবিয়া )অর্ণছ অামি শুনেছি কামিনী বিবাহ পর্য্যন্ত তাঁর স্বামীর কাছে কখন শোয় নি, সে কি সত্যি ? সত্যি বটে, ঝি যখন বলেছে (অপর ঝি ওদের বাড়ীর সকল খবর জানে) তখন সে মিথ্যা হবে না । ঝিকেও দেখে অণমণর অণহলাদ হয়, ঝি তামাদের দু জনকে মানুষ করে কি না । আহা ! অণগেকার কথা মনে পড়লে যথার্থ কান্না পায় । তখন কত সুখেছিলেম, দু জনে কত মনের সুখে খেলা কত্তেম । (অশ্রু পতন ) তখন মনে হতো না (য কখন বিচ্ছেদ হবে । মনে হতে চিরকাল এমনি কোরে হাত ধরা ধরি করে কাল কাটীব । এখন বালক কর্ণলের অাশা কোথায় রইল । সে অণমোদ প্রমোদ, সে শরলতা নিৰ্ম্মলতা, কোথায় গেল ! এখন সে সকল দিন অর্ণমার স্বপ্নের মত বোধ হচ্ছে । হা ! মানব জীবন! এই জার্ণ-তরী এক দুঃখু থেকে অণর এক দুঃখে, এক ক্লেশ থেকে অীর এক ক্লেশে, এমনি কর্তে কৰ্ত্তে । শেষে ভয়ানক যাতনার কঠিন পাহাড়ে ঠেকে ছিন্ন ভিন্ন হয়ে বিনষ্ট হয়! যৌবন কালে কত সকলে আহিলাদ অামোদ করে, মনের সুখে কাল কাটায়, কিন্তু আমার রাত্রিতে নিদ্র নেই, দিনে কৰ্ম্ম নেই, সমস্ত দিন ভাবতে ভাবতে দুঃখু করতে করতেই জীবন গেল ! কেনই বা অামি জন্মে