এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্থ অঙ্ক । b← Ꮌ তাঁর বয়েস তেরোর অধিক নয়, কিন্তু ইরি মধ্যে সে দুই ছেলের মা হয়েছে, আর তার শরীর এমুনি হয়েছে যে তাকে দেখলে দুঃখু হয় । বিন্দু ও হে! বিবাহতে যদি যেতে হয়, তবে অণর দেরি করা উচিত হয় ਜੈ। তারক । যাবার সময় হয়েছে বটে । भन । इँो घ्नून । ( সকলের প্রস্থান ) (যবনিকা পতন ) চতুর্থ তাঙ্ক। প্রথম গর্ভাঙ্ক ৷ হরিহর বাবুর বাটী কামিনীর গৃহ । (কামিনী অসীন ) কামিনী । (কপোল দেশে হস্ত বিন্যাস পূৰ্ব্বক স্বগত) যে বিরহ-যাভনা সহ করেনি, সে পৃথিবীর দুঃখুই সহ করে নি । মনের দুঃখু কাৰুকে বলবার যে নেই ; মনের দুঃখু মনেই রাখতে হয় । হে পরমেশ্বর ! আমি তোমার কাছে কি এত ভয়ানক অপরাধ করেছি যে তুমি এত যাতনায় অণমাকে নিমগ্ন করলে । উঃ ! ( দীর্ঘনিশ্বাস ) অণর যার জন্যেই অমর এত দুঃখু, তাকেই বা কেমন কোরে