চতুর্থ তঙ্ক । b←& . \; লক্ষী । ওমা ! এ তোমার কেমন কথা ভাই ? অামিত প্রণয় অগসি । তবে কি জান, সকল কাজ কৰ্ম্ম আমার কক্তে হয় কিনা, তাই সময় পাইনে । অণর ভীত খেলেই গা যেন মাটি মাটি করে, একটু গড়াতে ইচ্ছে হয় । বুড় হয়েচি কিনা मिनि ? ' কামিনী ৷ নে ঝি, তুই অণুর ঠাট্টা করিননে । তোর অাবার কিসের বয়েস ৷ লক্ষী । সে কি কমিনি । আমার কি বয়েসের গাছ পাথর আছে ? অার দিদি তুমিও যেমন, আর বর্ণচতে ইচ্ছেনেই । এখন তোমাদের রেখে যেতে পাল্লেই বঁচি ! কামিনী । মা কি কচেচন ঝি ? লক্ষী । তোমার মা শুয়ে আছেন, আর নলিনী তাকে রামায়ণ পড়ে শোনাচে । কামিনী । ঝি, নলিনীর সম্বন্ধর কি হলো ? লক্ষী । কেন তুমিত পর মুদিন বাড়া গিয়েছিলে কিছু শোননি ? কামিনী । সে দিন খাওয়া দাওয়ার হুলো হুলিতেকি কথা কবীর সবিকাশ পেয়ে ছিলেম ? মুকুয্যেদের বাড়ীতে কি, সম্বন্ধ স্থির হয়েছে ? লক্ষী । সেখানে কেপথাগে ? অামাদের মুবোধের সঙ্গে যে নলিনীর সম্বন্ধ হচ্চে ? কামিনী । (সচকিতে) বলিস কি ঝি ! না না তুই ঠাট্টা কচ্চিস । লক্ষনী । না ঠাট্ট না, সত্যি সত্যি। কামিনী । মুবোধ কি বিয়ে কৰ্ব্বে ? ঝি ঠাক করে বল, মুবোধ কি বিয়ে কত্তে চেয়েছে ? লক্ষী । কেন চাবেন? সুন্দর বেী হলে সকলেই বিয়ে কত্তে চায়? কামিনী । সুবোধ কি বলেছে বল । ঝি তোর পর্ণয়ে পড়ি,
পাতা:কাদম্বরী নাটক.djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।