পাতা:কাদম্বরী নাটক.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

みや সাক্ষৎ-দপণ নাটক তুই আমার মাথা খা, সুবোধ কি বলেছে বল । লক্ষী । বালাই সেটের বাচা ষষ্টীর দাস । তোর বুদ্ধি শুদ্ধি লেপ পেয়েছে নাকি কমিনি ? ও কথা কি বলতে অাছে ? কামিনী। তুই আমাকে যথার্থ করে বল,সুবোৰু নলিনীকে বিয়ে কত্তে চেয়েছে কি না । আমি শুনেছিলাম সুবোধ আদতে বিয়ে কত্তে চায় না । লক্ষনী । আমি কেমন করে জাম্ব বল ? আমিও শুনেছিলাম সুবোধ আদতে বিয়ে কৰ্ব্বে না। কিন্তু এখনৃত আবার শুৰুচি তাঁর সঙ্গে অপর নলিনীর সঙ্গে সম্বন্ধ হচেচ । অগছা এর জন্যে তোমার এত ভাববার কারণ কি ? কামিনী । ঝি তোকে অণর বলব কি ? অামার চেয়েও দুঃখিনী আর পৃথিবীতে নেই। লক্ষী । একি বাছা তোমার কথা ! হাতে নেয়া খয় যাক, পাকা মাথায় সিঁদুর পর, জম্ম এইস্তিরি হয়ে থাক, শ্বশুর শাশুড়ী বেঁচে থাক , তোমার অপবার দুঃখু কিসের ? ওকথা কি বলতে অগছে । কামিনী । অামার আর কিচ্ছ, ইচ্ছে করে না, আমি যান এক্ষুণি মরি। লক্ষী । বালাই ! আমার মাথায় যত চুল তত তোমার প্রমাই ছোক । কণমিনি, তোমার কি দুঃখু অণমায় ভেঙে চুরে বল দিকি শুনি ? কামিনী । ঝি তোকে অণর কি বল্লব ? (ক্ৰন্দন) লক্ষী । অীয় দিদি আমার কাছে অণয় ( কামিনীকে কোলে লইয়া ) কাদিস নে মা, কঁদিস নে । তোমার কান্না আমি দেখতে পারিনে। আমার পেটের মেয়ে ছেলে কিছুই নেই । তেকে আর সুবোধকে মানুষ করেছি। তোদের