এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কদম্বরী নাটক । ጏ® তর । যে অজ্ঞ দেবী । তরলিকার প্রস্থান । মহা । রাজকুমার যদ্যপি কোন বিশেষ প্রয়োজন না থাকে, তা হলে চলুন কল্য পরম রমণীয় হেমকূট গন্ধৰ্ব্ব রাজধানী সন্দর্শন করে আস্বেন,—আর আমার প্রিয়সখী কাদম্বরীরও পরিচিত হবেন। তিনি কতদূর সরলস্বভাবা ৰূপবতী ললনা, তা সন্দর্শন করলেই দেখবেন। চন্দ্র। দেবি ! আপনার কথা এতদূর মোহনীয় ও সুধাময় যে, কখনই আপনার আজ্ঞা বা অনুরোধ অবজ্ঞা করা কারও সাধ্য নয়। মহা । আচ্ছা—তবে আসুন, নিশাকালের কারণ বিশ্রাম কর বেন । চন্দ্র। চলুন, আপনি অগ্রবর্ভিনী হউন । উভয়ের প্রস্থান।