Ꮌ8 সাক্ষাৎ-দৰ্পণ নাটক । মরি । তুই মরে গেলে আমার দশা কি হবে ! (ক্ৰন্দন) লক্ষী। না মা এখনও আমি মচ্চিনে। বিধাতা যে কত দুঃখু আমার কপালে লিখেচে, কে বলতে পারে ? তবে এখন অণমি যাই, তা না হোলে তোমার মা অামাকে বোকবে । বিছানা পাতা হয় নি, দুদ জাল দেওয়া হয়নি, সৰ্বকৰ্ম্ম এখনও বাকী 可f夜1 - কামিনী । ঝি তুই আমার এই দুছড়া তাবিজ নিয়ে যা ভেঙ্গে দীন গড়াস । লক্ষী । ছি কমিনি। অমন কথা বলেন, হাত থেকে গয়ন খুলতে নেই। দেখ দেখি তোমার হাতে কেমন দেখাচ্চে ; আমি কি এমন সুন্দর হাত থেকে ভাবিজ খুলে নিতে পার । কামিনী । ( বাক্সর নিকট গমন করিয়া ) ভবে তুই এই টাকা কটা নিয়ে যা । লক্ষী । না মা, আমি টাকা নিয়ে কি কর বো! আমার কেউ নেই যে বাড়ী পাঠিয়ে দেব । তোমার খরচের টাকা তুমি খরচ করো । কামিনী । তোর নিতেই হবে লক্ষীর হস্তে টাকা অপর্ণ) এই চিঠির জবাব আমি আজ রাত্রে লিখে রাখ বো, তুই কলি এসে নিয়ে যাস । অণর অমনি দড়ির সিড়ি ভনিস । লক্ষী । সে আর তোমাকে বোলতে হবে না । (গমনোদত) কামিনী । অণর দেখ ঝি ! অণজ্যক সুবোধের সঙ্গে দেখা করিম, অণর সব বলিস ! লক্ষ । বলবো বলবো! কামিনী । ঝি শোল্ব শোনু! কি বলবি বল দেখি ? লক্ষ । বলবো যে, কামিনী তোমাকে দেখবার জন্য অস্থির BBBBS BSBB BBB BBB gS DBB gS BSBBSBS
পাতা:কাদম্বরী নাটক.djvu/১৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।