- *-* ... . . . . - . . . . . . . . . SA . . . হরিশ। বাবা একটা কথা বলি শোন । আমি বুড়ো হয়েচি, কবে মরে যাব ; অপমাকে অণর কেন জ্বালাস্, তোর বিবাহ হলেই আমি নিশ্চিত্ত হই । - স্থবোধ। বাব আমি আজ পৰ্য্যন্ত কখন আপনার কথা অবহেলা করিনি । আপনি যাতে বিরক্ত হন, এমন কাজও কখন করিনি । ছেলেবেলা থেকে র্যা কোর তে বলেছেন, তাই কোরে এসেচি ৷ কিন্তু তবে কেন এত বড় হয়ে, বুদ্ধি হয়ে, জ্ঞান হয়ে, আপনার কথার প্রতিবাদী হচ্চি ? বাবা তোমার দুটি পায়ে পড়িআমার এই অনুরোধ রাখতে হবে। বিয়ে কেরলে বড় কষ্ট পাবে, কখন সুখী হতে পাৰ্ব্বে না অঙ্গর চিরকালট কষ্টে যাবে । , হরিশ। সুবোধ তুমি কি পাগোল হয়েচ ? বিবাহ কোরে কেউ কখন চিরকালের জন্যে অসুখী হয়? ওসকল পাগলামী ছেড়ে দাও । বিয়ে কর, কাজ কৰ্ম্ম কর, মানুষের মত হও । ছি বাবা ! অমৰু কি কর্তে অঙ্গছে ? আমি তোমার বাপ্ত হয়ে এত অনুরোধ কড়ি, আমার কথা কি রাখতে নেই ? সুবোধ। আমি বিবাহ কোর্তে পাৰ্ব্বে না । হরিশ। তবে তুই আমার সুমুক থেকে এখনি বেরো, আমি তোর মুখ দেখতে চাই নে (সুবোধ দণ্ডায়মান) এমন অবাধ্য সন্তান ! এত কোরে বল্লেম, তবু কথা গ্রাহ্য হলো না ? সুবোধ। আমি বিয়ে কৰ্ত্তে পাৰ্ব্বে না । হরিশ। তবে বেরে? এখনি বেরো ! বেরো ! ( সুবোধের অগ্রে অগ্ৰে গমন, হরিশের অনুগমন এবং উভয়ের প্রস্থান) যবনিক পতন । 一一叱光。一一 ృS)
পাতা:কাদম্বরী নাটক.djvu/১৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।