পাতা:কাদম্বরী নাটক.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । oY দোয়ারি । বলিস কিরে ! কলি । হ্যা । তাঁর গৌরাঙ্গের ভাব উদয় হয়েচে । তিনি ব্ৰহ্মজ্ঞানীদের সঙ্গে মিশেচেন, মদ ছেড়ে দিয়েছেন, আবার সমাজে গিয়ে চোক বুজে ধ্যান করা হয় । দেখচিস্ কি ? কেবল তুই তাঁর আমি নরকে যাবো ; আর সকলেই সোঁনার সিউ বয়ে স্বৰ্গে চলে যাবে, আমরা কেবল জুল জুল করে চেয়ে থাকব । - দোয়ারি। ফের কেদার যদি অশ্মীদের সঙ্গে সঙ্গে আবার না ফেরে, তা হোলে অণুমি ব্রাহ্মণের ছেলে নই। কত শীলা মদ ছেড়ে দিয়ে দুদিনের জন্যে ব্রহ্মজ্ঞানী হয় । আবার তেমন পাল্লায় পড়লে যে কে নেই। কালি । একটু মদ খাবি ? দোঁয়ারি | দেশষ কি ৷ ( কালি অপলমারি হইতে মদের বোতল এবং গেলাস বাহির করিয়া উভয়েরমদ্যপান ) দেয়ারি। ওরে আজিকাল আমি কেমন "গুডবয় হয়েচি, তা জনিস নে বুঝি ? কালি । কি রকম ! দোয়ারি । যছর ত ভাই একখানা জড়োয়ণগহনীর জন্যে ভরি পেড়া পিড়ি কর চে । আমার হাতে ত এক পয়সা ও নেই । কাজে কাজেই বাড়ীথেকে ফণকি দিয়ে নিতে হবে। তাই এখন বাড়ীতে রাত্রিতে শুতে অরম্ভ করিচি। এক অণদ বোতলের বেশি খাইনে। গুলিট নাকি না খেলে চলেনা, তাই কাজে কাজেই খেতে হয় । কিন্তু অপমাদের দেশের লোকে গণজা গুলির ওপর তাতো চট নয়, যত