পাতা:কাদম্বরী নাটক.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వ\, কদম্বরী নাটক । দ্বিতীয় গর্ভাঙ্ক । দৃশ্য । হেমকূট, গন্ধৰ্ব্ব নগরীয় রাজপ্রাসাদ,—অন্তঃপুর। কাদম্বরী ও অন্যান্য সখীগণ আসীনা। ( নেপথ্যে কোমল বাদ্য ও গীত ) রাগিণী সিন্ধু-খাম্বাজ।--তাল মধ্যমান। না হেরে নয়নে জারে, কেন দিলাম প্রাণ মন । সেবা কোথা, আমি কোথা, কেন মন উচাটন। অবলা সরল বালা, না জানি কপট ছল, ঘটিল বিযম জ্বালা, বুঝি হারাই এ জীবন। নব অম্বুরাগ ভরে, নিজ মন দিলাম পরে, না জানি কি হবে পরে, কপালে ঘটন ॥ জনেক সর্থী। দেবি ! আপনি এই কয়েক দিবস আরো বিষগ্ন হয়েছেন কেন ? তরলিকা প্রমুখাৎ দেবী মহাশ্বেতার সংবাদ শ্রুত পর্যন্ত যেন আপনি আরো হুতাশ সাগরে নিমগ্ন হয়েছেন, কেন এর কারণ কি ? o સ્ત - কাদ। সঙ্গিনীগণ! যাদের ভালবাস যায়, তাদের কুখভঙ্গিনী করাই উচিত, দুঃখভাগিনী করী কখন অভিপ্রেত নহে,—ত তরলিকাকে প্রিয়সখী মহাশ্বেতা আমার যে সকল কথা বলে পাঠিয়েছেন, তচ্ছ বণে আমার এক প্রকার মহ শোকোৎপন্ন হয়েছে। যার দুঃখে দুঃখান্বিত হয়ে, আমি সমস্ত ঐহিক সুখাস্বাদে বিরত হয়েছি, সেই