১০৬ ৷ সাক্ষৎ-দৰ্পণ নাটক । চোঁ । কোন বা মহারাজ ? t দোয়ারি । কই বাবু রণত কে হাম লোগগে বাড়াপর অণও র্তে ছে ? ' চে। হামনে কুছ নেহি জান্তে হে মহারাজ ! দোয়ারি । অপছা ! (বাটীর ভিতর প্রবেশ) চোঁ ৷ (স্বগত) কৈ সুরৎসে এ বাবুকোতো সব মালুম হুয়া। : অtছা ! ল্যাকেন হাম আজি সুবোধ বাবুকো উপর মে নেছি বানে দেঙ্গে । (প্রস্থান) (মুবোধের প্রবেশ ) সুবোধ । (স্বগত) ঝি বোধ হয় কামিনীকে চিটি দেখিয়েছে । অগমি চিটিতে লিখেছিলেম, একটার সময় যাবে। এখন তো দুকুর বেজেছে । দেখি দিকি কামিনী জেগে অাছে कि न ? (द५ बीथ्वनि) নেপথ্যে । গীত – রাগিণী বিভাস—তাল আড়াঠেক। হোল রজণী অবসান প্রাণকান্ত এলোনা । সছেন যাতনা অীর বিরহ-যাতন ॥ কি জানি এ অধিনীরে, নয়নেতে নাহি ধরে, বুঝি সখা মৃণা করে, করিল তাই প্রবঞ্চন ॥ (সুবোধের বংশীধ্বনি) ঐ ঐ বুৰি সখা, অবশেষে দিল দেখা, নতুবা ওকার ডাকা, কার বাণীর স্বর। হয়রে ব্যাকুল মন, বৃথা করে। অকিঞ্চন, সুবোধ প্রাণের ধন, কৈ বলে এলোনা।
পাতা:কাদম্বরী নাটক.djvu/২০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।