কাদম্বরী নাটক। , ১৭ প্রাণীপেক্ষাপ্রিয়সঙ্গিনী আমায় পর জ্ঞান করে পরিণয় করতে অনুজ্ঞা করেছেন। হাঃ! এই যে কেয়ুরক! কি সংবাদ? (কেয়ূরকের প্রবেশ) কেয়ু ভতুর্দারিকে! সৰ্ব্বৈ কুশলময়, দেবী মহাশ্বেত মৎপ্রমু খাৎ সমস্ত কথা শুনে সাতিশয় দুঃখিত হয়েছেন, এবং আপনার সহ সন্দর্শনার্থ, উজ্জয়িনী রাজকুমার সহ আগতপ্রায়, আমি শুদ্ধ আপনাকে সংবাদ দিবার কারণ অগ্রবর্তী হয়ে এসেছি। কাদ। তবে আমার কথায় প্রিয়সখীর হৃদয় দ্রবীভূত হয়েছে ? কিন্তু তুমি যে কোন রাজকুমারের নাম উল্লেখ করলে ? কেয়ু। তরলিক সহকারে অটবীতে উপস্থিত হয়ে দেখি যে, দেবী, এক জন পরম ৰূপবান যুবা পুরুষের সহ, উপবেশন করে নানা প্রকার কথাবার্তায় নিযুক্ত আছেন। আপনার সৌহার্দ্য কথা শ্রবণ করে, সেই যুব সাতিশয় আহ্নাদিত হলেন এবং দেবী মহাশ্বেতার সহ আপনার অভেদ্য সখ্যতার ভূয়োভুয় প্রশংসা করলেন,—যথার্থ দেবি ! বহু প্রকার ৰপবান দেখেছি, কিন্তু দেবীর সহচরের ন্যায় সৰ্ব্বসদৃগুণমণ্ডিত, কাম-বিনিন্দিত যুবা ত্রিভুবনে দৃষ্টি করি নাই। কাদ। (অন্যমনে) “আমার সখ্যতার প্রশংসা করেছেন,—এমন ৰূপবান ত্রিভুবনে নাই –একি! তার নাম শ্রবণ করামাত্রেই যে আমার মন কেমন এক প্রকার অপূৰ্ব্ব ভাবে, তার দিকে ধাবিত হলে কেন ? কি আশ্চর্য! প্রিয়সখীর সহ তার সাতিশয় নৈকট্য, অথচ র্তার মুখে একবার তার কথা শুনি নাই। (প্রকাশ্বে ) কেয়ুরক! যুব রাজকুমারকে তুমি আর কখন দেখ নাই, তিনি শুদ্ধ কি প্রিয়সখীর সমভিব্যাহারে আমাদের এখানে আস্ছেন ? 슝
পাতা:কাদম্বরী নাটক.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।