2.8 কাদম্বরী নাটক । است. م বিলা। মহারাজ ! নিদাঘে প্রচণ্ড মৰ্ত্তও কিরণে তাপিত হয়ে জীবমাত্রেই, কৰুণস্বরে জলদের ঘর্ষণ কামনা করে, কিন্তু বর্ষণ হলে আর সে শ্রদ্ধা থাকে না। যখন অপুত্রক ছিলেন, তখন দিবারাত্র চক্ষের জলে অতিবাহিত করেছেন, কিন্তু এক্ষণে আর সন্তানের প্রতি তদনুৰূপ মমতা নাই। তারা। রাজ্ঞি ! তোমার এ কথায় আর আমি কি উত্তর দেব, চন্দ্রাপীড় যে আমার কত আদরের ধন, তা অবক্তব্য। তবে কি না রাজা মাত্রেরই অগ্রে আপনার বৈদেশীয় শাসন, যুদ্ধ, সন্ধি, বিগ্ৰহ এ সমস্ত জানা উচিত, নতুবা, তিনি কখন সুশৃংখল ৰূপে রাজ্য করতে সক্ষম হন না। সেই জন্য আমি বৎসকে বিদেশ পরিভ্রমণে অনুমতি দিয়েছি, নতুব৮— (রাজমন্ত্রী শুকনাশের প্রবেশ ) হাঃ মন্ত্রিবর! শুক। হা মহারাজ ! বৎসগণের অদ্যপি সাম্রাজ্যে না প্রত্যাগত হওয়ায় মনোরম সাতিশয় চিন্তাকুল হয়েছে, সেই জন্য আপনার নিকট এলেম। আপনি যে পত্রবাহক যুবরাজের নিকট প্রেরণ করেছেন, সে দূত রাজ্যে প্রত্যাগমন করেছে কি না ? বিলা। মন্ত্ৰি! মনোরম বুঝি ঐ আসছে। এসো২ সখী এসে,— ( মনোরমার প্রবেশ ) কেন সই ! এত মলিনা কেন ? সুবিমল মুখকান্তি যেন অস্বাভাবিক মলিন হয়েছে। মনো। রাজমহিষ । আজ কয়েক মাস হলে, বৎসগণ যে দিগ্বিজয়ে যাত্র করেছে, অদ্যপি তাদের কোন সুসমাচার পাই নাই। দিবানিশি ভেবে ভেবে যেন উন্মদিনী হবার লক্ষণ হয়েছে, সেই
পাতা:কাদম্বরী নাটক.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।