কাদম্বরী নাটক । Š út জন্য মহারাজের নিকট জানতে এলেম যে, তারা কোথায় আছেন ? বিলা। আমিও ভাই ঐ বিষয় নিয়ে ঝগড়া করছিলেম,—উনি বলেন কি না বিদেশীয় আচার, ব্যবহার, রীতি নীতি, যুদ্ধ, সন্ধি, শাসন-প্রণালী না দেখলেরাজপুত্ৰগণ সুচাৰুৰূপে রাজ্য করতে পারে না, সেই জন্য তাদের অন্যান্য রাজ্যে পাঠিয়েছেন। শুক। মহারাজ অতি বিহিত উত্তর দিয়েছেন, ভলপ দিবস পরে তাদের রাজ্যভার গ্রহণ করে প্রজাগণের মনস্তুষ্টি করতে হবে, অজ্ঞ হলে কখনই সে কঠিন কাৰ্য্য সাধিত হবে না। কিন্তু বিবিধ রাজ নগরী পরিভ্রমণ করলে, সে অজ্ঞতা দূরীকৃত হবে, এবং তা হলে তারা সুচারু ৰূপে রাজ্য-শাসন ও পালন করে রাজকুলের অক্ষয় যশোকীৰ্ত্তি বৃদ্ধি করে সকলের নিকট আদরণীয় হবেন,— তারা। শুকনাশ! রাজ্যে কে প্রবেশ করলে যে বন্দর ঘাটে তুীনি হলো? দেখ দেখি যে চন্দ্রপীড় এলে কি না। শুক । আচ্ছা মহারাজ,—আমি দেখছি। [ শুকনাশের প্রস্থান। বিলা। মনোরমা ! এসে আমরা মা ভগবতীর নিকট প্রার্থন করি, যেন আমাদের বৎসগণ রাজ্যে এসে থাকে,— মনো। সখি! মা কালীর মনে যা আছে, তাই হবে, আমাদের সমস্ত অন্য চেষ্টা বিফল। দেখা যাক, প্রাণনাথ তো অগ্রসর হয়ে গেছেন । , vo তারা। মহিৰি! স্থির হও, ঐ কুমার আসছে,—আহ, ইন্দ্রীয়ুদ্ধ পৃষ্ঠে বংসের কি শোভা হয়েছে। शृ
পাতা:কাদম্বরী নাটক.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।