পাতা:কাদম্বরী নাটক.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3.V. কাদম্বরী নাটক । (চন্দ্রাপীড়ের প্রবেশ ) - চন্দ্র । পিতঃ ! প্রণাম হই । জননি! আশীৰ্ব্বাদ করুন,—হ, সখী জননি! নমস্কার,—আপনার পুত্র উত্তম কুশলে আছেন, বিশেষ কাৰ্য্যকারণে র্ত্যকে পথিমধ্যে স্কন্ধাবার রক্ষার্থে রেখে এসেছি। মনে । বৎস! তোমাদের সংবাদ না পেয়ে আমরা উৎকণ্ঠিত৷ হয়েছিলেম, এখন তোমার মুখের কথা শুনে, আমাদের সে সমস্ত চিন্তা দূর হলো। তোমার সহ বৈশম্পায়ন থাকবে, তার আবার কথা কি ? যা হোক, সখি! তবে এক্ষণে স্বগৃহে যাই। [ মনোরমার প্রস্থান । তারা । বৎস! তোমার প্রত্যাগমনে আমি সাতিশয় পরিতোষ লাভ করেছি। তোমার জননী, তোমার জন্য সাতিশয় কাতরা ছিলেন, সেই জন্য আমি ঐৰূপ পত্র প্রেরণ করেছিলেম। চন্দ্র । পিতঃ ! আপনি অতিশয় বিহিত কার্য্য করেছেন,— জননী আমার জন্য যে এক দিনও মনোকষ্ট পাবেন, এমন ইচ্ছ। আমার যেন কদাচ না হয়। (বিলাসবতীর নিকট উপবেশন করিয়া) হ্যা মা ! আমি কি তোমার অবাধ্য বা স্বেচ্ছাচারী, তাই আমার জন্য এত ভাবনা ? বিদেশীয় আচার ব্যবহার না দেখলে শাসন প্রণালীতে বুৎপত্তি জন্মে না, সেই জন্য আমি এত বিলম্ব করেছি, নতুবা কোন দিন আসূতেম। বিলা। বাবা চন্দ্রপীড়! আমি যে তোমায় সৰ্ব্বদা নিকটে রাখতে কেন এত আগ্ৰহত প্রকাশ করি, তা তোমায় কি করে বল্‌বো। (মুখ চুম্বন করিয়া) বাবা! তুমি আমার অনেক আদরের ধন ! সেই জন্য তোমার আদর্শন সইতে পারি না।