পাতা:কাদম্বরী নাটক.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# 3%. কদম্বরী নাটক । হয়েছে। দেখা যাক, কিসে কি হয়। পত্ৰলেখাকে যখন তিনি যত্ন করে রেখেছেন, তখন অবশ্ব আমার বিষয় তিনি বিস্মৃত হন নাই । হাঃ! ঐ যে মেঘনাদ সহকারে পত্ৰলেখা আমার পুরী প্রবেশ করলে না ? সত্যই তো । { মেঘনাদ সহকারে পত্ৰলেখার প্রবেশ ) উভয়ে। যুবরাজ ! প্রণাম হই। চন্দ্র। এস২ পত্রলেখে এসো,—মেঘনাদ । ঐ আসনে বোস, হেমকূঠের সংবাদ বল, দেবী মহাশ্বেত কেমন আছেন? গন্ধৰ্ব্বরাজকুমারী ও অন্যান্য পরিজনবর্গ কেমন আছে ? পত্র। যুবরাজ ! সেখানকা সকলেই কুশলে আছেন। চন্দ্র। পত্ৰলেখে! শুষ্ক বালুকাময় প্রান্তর মধ্যে প্রচণ্ড গ্রীষ্মে এক বিন্দু বারি পতিত হলে যেমন ঐ ভূমি আরও উত্তপ্ত হয়ে উঠে, তোমার গন্ধৰ্ব্ব নগরের ঐৰূপ শুষ্ক সংক্ষিপ্ত সংবাদে আমার চিন্তাযুক্ত মনও তদ্ভাব প্রাপ্ত হলে, তুমি এতাবৎ কাল তার নিকট ছিলে, বিদায় কালে আমার জন্য কি গন্ধৰ্ব্ব রাজকুমারী একটা কথাও বলে দেন নি ? তিনি কি আমাকে একেবারে বিস্মৃত হয়েছেন ? পত্র। যুবরাজ ! আপনি যখন উপযাচক হয়ে জিজ্ঞাসা করা লেন, তখন অবশ্ব আমায় সমস্ত বর্ণন করতে হলে, মনোযোগ পূর্বক শ্রবণ করুন। আপনি সুবর্ণপুর হতে এখানে এসেছেন, তা আমরা জানি না। আপনি গন্ধৰ্ব্বপুর হতে যাত্রা করার পর কাদম্বর আমাকে সৰ্ব্বদা আপনার নিকট রাখতেন, আহার নিদ্র, সকল উভয়ের এক সঙ্গেই হইত। একদিন প্রমোদ বনে দুজনে ভ্রমণ কচ্ছি, এমন সময় গন্ধৰ্ব্ব রাজকুমারী ক্ষণকাল আমার মুখ দিকে চেয়ে রইলেন, বোধ