পাতা:কাদম্বরী নাটক.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক । Rసి হলো যেন কিছু বলবেন,–কিন্তু তার বচন স্ফুরণ হলো না। তিনি শুদ্ধ, নিঃশব্দে অশ্রুপাত করতে লাগলেন, তার সহস এৰূপ গতি দেখে, আমি সস্নেহ সহকারে জিজ্ঞাসা করলেম, “ রাজপুত্র! কীদৃছ কেন, কোন কথা থাকে বল ? তোমার মনে এমন কি দুঃখ হলে যে র্কাছ? যদ্যপি আমাদের সামান্য ক্ষমতার আয়ত্ত হয়, তা হলে অবষ্ঠ তোমার দুঃখ বিমোচন করবে, তার কোন সন্দেহ নাই। আমার এই প্রবেধ বাক্য শুনে তিনি বলেন, “ সখি! কুমার চন্দ্রাপীড়ের আচরণে আমি আশ্চৰ্য্য হয়েছি। র্তর ন্যায় মহৎ জনের কুসুম-সম-কোমল-কুমারী হৃদয়, আক্রমণ করা কি ভাল হয়েছে ? আমি গুরুজনের নিকট প্রতিজ্ঞ করেছি যে, মহাশ্বেতার কৌমারী অবস্থার পরিবর্তন না হলে আমি বিরাহ করবে না, কিন্তু সে প্রতিজ্ঞ কুমারের অবিশ্বাসী কর্যের কারণ ভঙ্গ হলো? তিনি ভারত সম্রাটের পুত্র হয়ে কি আমায় কষ্ট দেবার জন্য আমার গৃহে অতিথি হয়েছিলেন ? তিনি রাজপুত্র হয়ে প্রতি রজনীতে সকলের অজ্ঞাতসারে আমার মন্দিরে এসে, আমায় নানা প্রকার কুপ্রবৃত্তিতে লওয়ান, কিন্তু নয়ন্মোচন করবার উদুযোগেই পলায়ন করেন,এই কি তার ধৰ্ম্ম ? তুমি আমার বিশ্বস্ত পাত্রী বলে, তাই তোমার নিকট সমন্ত বল্লেম,নতুবা এ ভয়ানক বৃত্তান্ত আর কেহই জানে না। চন্দ্র। পত্ৰলেখে। তবে তার মন আমার উপর আকৰ্ষিত হয়েছে ? - পত্র। যুবরাজ ! সেকথা আপনাকে কি করে সম্যকৰূপে জনাব ? কৃষ্ণ বিহনে বৃকভানুকুমারীর যেৰূপ গতি হয়েছিল, বোধ করি, আপনার বিরহে গন্ধৰ্ব্ব কুমারীর তদপেক্ষা অধিক হয়েছে।