কাম্বেরী নাটক। w&& দর্শনে আমার এতদূর চিত্ত মোহ হবে কেন? (বিষন্নভাবে উপবেশন ও চিন্তা ) পরি। দেব ! যদ্যপি দেব ও স্থান দর্শন আপনার অভিপ্রেত হয়, তা হলে আমুন, তুরায় ও সকল কাৰ্য সমাপন করে, • উজ্জয়িনী যাত্রার উদ্যোগ করুন। বৈশ । (স্বগতঃ মৃত্যুম্বরে) হৃদয়! তোমার এৰূপ ভাবের কারণ কি ? এ স্থানে তোমার কি প্রিয় সামগ্ৰী বিনষ্ট হয়েছে, যে কারণে তুমি এতদূর মোহিত হলে? আমার তো আর এ স্থান পরিত্যাগ করতে কোন ক্রমে ইচ্ছা নাই। অনশনে প্রাণ বহির্গত হয় সেও শ্ৰেয়স্কর, তত্ৰাচ আমি অন্যত্রে যাব না। (পুনঃ মৌনে স্থিতি) পরি। দেব ! আপনা আপনি কি বলছেন? আপনার স্থির নেত্রদ্বয় প্রভাতীয় তরুণ প্রভাকরের ন্যায় উজ্জ্বল হয়েছে, নাসিক উন্নত হয়েছে,—স্বাভাবিক গাম্ভীৰ্য্যভাব পরিবর্তিত হয়ে যেন এক প্রকার অকথ্য ভাব ধারণ করেছে। আসুন, আর ওৰূপ অবস্থায় থাকবেন না। বৈশ। পরিচারকগণ! এই স্থানে উপস্থিত হয়ে আমার মনে যে, কি প্রকার অভূত ভাবের উদয় হয়েছে, তা আমি তোমাদের নিকট প্রকাশ করতে পারিন,—এমন কি আমি নিজেও জ্ঞাত নই। অতএব আপাততঃ আমি এ স্থান পরিত্যাগ করে অন্যত্রে গমন করতে * পারগ নই। রাজকুমারের স্কন্ধাবার লইয়া তোমরা উজ্জয়িনী প্রত্য গমন কর, আমি কিছুকাল এই স্থানে ক্ষেপণ করবো। পরি । (বিস্ময়ে ) দেব ! আপনার কথা শুনে আমরা একেবারে সাতিশয় বিস্ময়ান্বিত হয়েছি। আপনি জগদ্বিখ্যাত বিদ্য বুদ্ধিশালী হয়ে, কি প্রকারে এমন অবিবেচনার কথা বলেন, আপনাকে এই
পাতা:কাদম্বরী নাটক.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।