পাতা:কাদম্বরী নাটক.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83. কদম্বরী নাঢ়ক । মহ। ছাত্মা! ব্রাহ্মণ কুলে জন্ম পরিগ্রহণ করে, যখন তুই সতীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হয়েছিল, তখন তোর ওৰূপ ঘৃণিত জীবন ধারণ করা উচিত নয়। তুই যেমন কৰ্ম্ম করতে উদ্যত, তোর তেম্নি ফল হোক্। (আকাশ পানে চাহিয়া) হে নিশানাথ ! সৰ্ব্বসাক্ষিন! আমি যদি দেব পুণ্ডরিকের জন্য এতাবৎকাল অশেষ প্রকার কষ্ট সহ করে থাকি, তা হলে যেন ঐ রাত্মা ব্রাহ্মণ কুমারের অনতিবিলম্বেই পক্ষজাতিকে পতন হয়। হে দশদিকপালগণ! তোমরা সকলে সাক্ষ্য থাক, আমার কোন দোষ নাই। আয় তরলিকে এখান হতে প্রস্থান করি । উভয়ের প্রস্থান ।