পাতা:কাদম্বরী নাটক.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক।

  • _پی_erگے۔ --8 80-- প্রথম སྙ་ལྷ་ | t->

প্রথম গভঙ্গি } দৃশ্য। কৈলাসপৰ্ব্বত সন্নিদ্ধ নীবিড় বন—অচ্ছেদ সরোবরতীরস্থ, অদূরে দেবাদিদেব শূলপাণীর মন্দির। অশ্বারোহণে ধনুঃশরংস্তে চম্রাপীড়ের বেগে প্রবেশ। চন্দ্র। (চতুর্দিক অবলোকান্তে স্বগতঃ) হয়! একি ? আমি কি মায়াবী কিন্নর মিথুনের অনুসরণ করে অবশেষে এই বক্স গুনা বীজন অরণ্যানী মধ্যে এসে পড়লেম ? এক্ষণে আমার উপায় কি * সহচরগণের অজ্ঞাতসারে এৰপ অৰ্ব্বাচীনের ন্যায় কাৰ্য্য করা ভাল হয়নি, অগণ্য হিংস্ৰক জন্তু সমাকীর্ণ অটবীমধ্যে কোথায় যে আশ্রয় পাই, তার তো কোন উপায় দেখি না,—(অশ্ব হইতে অবরোহন করিয়া)—যাহা হউক, যদ্যপিও আমি অপরিচিত স্থানে এসে পড়েছি, তত্ৰাচ এ স্থান নির্ণয় করা সৰ্ব্ব প্রকারে বিধেয়। ( ক্ষণকাল চিন্তা করিয়া ) আমি শ্রুত আছি, যে কৈলাসপৰ্ব্বত ‘সন্নিদ্ধ এক নিবীড় বন আছে, এইতো সেই রজতপৰ্ব্বত প্রকাণ্ড শিখর উৰ্দ্ধ করিয়া আকাশমার্গ স্পর্শ করতে উদ্যত, এবং . নিমুভাগে এই বন—যাহা হউক এই তরুতলে উপবেশন করে শ্রান্তি । দূর করি, তৎপরে যাহা বিহিত হয় করা যাবে,—(মৌনে স্থিতি ) “W