পাতা:কাদম্বরী নাটক.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। 8७ কদম্বরী নাটক । কিন্তু না, অগ্রে সঙ্গর সহ পরামর্শ করি, তৎপরে যা বিহিত হয় করা , যাবে। (প্রকাশ্বে ) আপনাদের আদেশ আমার শিরোধাৰ্য্য। এক্ষণে আমি শয়ন গৃহে যাই, কল্য প্রত্যুষে দশপুরী যাত্রা করবো। - [ প্রস্থান । তারা। শুকনাশ! আমাদের এই চারি জনের, কুমার ও বৈশ । ম্পায়নের উদ্বাহ ক্রিয়া সমাপন হলে, মনে কিৰূপ আনন্দ সঞ্চারিত হবে? ওর রাজ্যশাসন করবে, বন্ধুমাতাগণ অন্তঃপুর শোভ করবে এর অপেক্ষ আমাদের আর কি আম্পদের বিষয় হবে ? বিল। তা যাই হোক, যাতে বৎসগণের ভূরায় পরিণয় হয় সেই কাৰ্য্য করুন । মনো। সখীর অনুরোধেই আমার অনুরোধ। তারা। আচ্ছ, আর তোমাদের অনুরোধের প্রয়োজন কি ? শুকনাশ! কল্য প্রত্যুষেই দেশ বিদেশে পত্রিীর অনুসন্ধানে লোক প্রেরণ কর । শুক। যে আজ্ঞা মহারাজ ! তা আসুন, রজনী সমধিক হয়েছে শয়ন করা যাগে, তার পর প্রত্যুষে আপনার উপদেশ মতে কাৰ্য্য করা যাবে। তারা । আচ্ছা তাই চল । { সকলের প্রস্থান ।