পঞ্চম অঙ্ক। প্রথম গভর্গঙ্ক । سسسسسسسسدججيجي تتنبتت تتيتيتيتيستيسمسيح --- দুশ্য । চন্দ্রপ্রভ-সন্নিদ্ধ বন—দেব মন্দির । মহাশ্বেত আসীনা, অদূরে বিষন্নভাবে তরলিকা দণ্ডায়মান ) মহা । ( দীর্ঘনিশ্বাস পরিত্যাগ পূৰ্ব্বক) হা দূরদৃষ্ট ! এখনো কি তোমার কৰ্ম্মফল ভোগ পরিশেষ হয় নাই ? একে তো সমস্ত ঐহিক সুখে বঞ্চিত হয়ে নাথের পুনজীবিতের আশায় শীতের হিমানীতে, গ্রীষ্মের উত্তাপে, বরিষার জলে সিক্ত হয়ে,নিয়ত সেই ভূতভাবন পরমেশ্বর শূলপাণির আরাধনায় অনশনে নিযুক্ত আছি, সেই প্রাণেশ্বর পুনৰ্ব্বার প্রাণ প্রাপ্ত হয়ে, এই অভাগিনীকে যে সুখাধিকারিণী করবেন, সে আশা তো ক্রমে২ মরুভূমের মরীচিকাবৎ বিলীন হয়ে যাচ্ছে,—সময় ও ভাগ্যক্রমে দেববাক্যও বিফল হয়,তা আমারও তদনুৰূপ গতি। কিন্তু অবশেষে এই হতভাগিনীকে আবার যে ব্রহ্মহত্যার পাপে কলুষিত হতে হবে, তা যদি জানতেম, তা হলে কখনই আর এত কষ্টে এ দেহ ভার বহন করতেম না । কাদম্বরী-বল্লভ উজ্জয়িনী রাজকুমার, পরিচারকগণের মুখে এই ভীষণ ব্যাপার শ্রবণ করে যখন এই হতভাগিনীকে এসে বলবেন যে, “তপস্বিনি! আমার বান্ধব প্রবর বৈশম্পায়নকে দেখেছ ? সঙ্গীগণ প্রমুখাৎ জান্লেম যে, তিনি এই স্থানে ছিলেন।” তখন তাকে আমি কি বলে প্রত্যু
পাতা:কাদম্বরী নাটক.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।