পাতা:কাদম্বরী নাটক.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8, কাদম্বরী নাটক " ত্তর দিব ? উঃ! আর প্রাণধারণে সক্ষম নই। তরুলিকে! তুরায় একখানা শাণিত ছুরিকা এনে দে,সমস্ত ধৰ্ম্মজ্ঞানে জলাঞ্জলি দিয়ে এই ঘৃণিত দেহভার হতে উন্মুক্ত হই, এতদ্ব্যতিত আর উপায়ান্তর নাই। তর। (নিকটে আসিয়া) দেবি । জগৎসংসারে যে কোন ঘটনা হউক না কেন, সমস্তই সেই সৰ্ব্ব শক্তিমান বিশ্বপিতার ইচ্ছা— । ੋ হউক বা মন্দই হউক, উভয়ই র্তার কৌশল,—ভবিতব্যের নিবন্ধন, তজ্জন্য কেহই দোষভাগিনী হতে পারে না। কাদম্বরী-বল্লভসহচর যেৰূপ উন্মাদের ন্যায় কার্য্যে ব্ৰতী হইয়াছিল, বিধাতার স্বেচ্ছাক্রমে র্তার তদনুৰূপ গতি হয়েছে সে বিষয়ের জন্য কখনই আপনি দোষভাগিনী হতে পারেন না। উজ্জয়িনী রাজকুমার অজ্ঞান বা অবোধ নহেন যে, আপনি, বিধাতার নিবন্ধন সাধনের অবলম্বন হওয়াতে, আপনাকে কলঙ্কিত করবেন,—কখনই না। অতএব আমুন, আর এরূপ অবস্থায় থাকবেন না। রাগিণী সিন্ধু-ভৈরবী –তাল আড়াঠেক। যাহা বিধি নিবন্ধন । খণ্ডাইতে কেহ কোথা, পারে কি কথন । তব মলিন বদন, হেরি খেদে পোড়ে মন, ত্যজ সখী ধরাসন, রাখহ বচন । জীব মাত্র চরাচরে, কৰ্ম্ম ফল ভোগ করে, কেছনছে দোষভাগী, কপাল লিখন ॥ মহা । তরলিকে! আমায় যতই কেন প্রবেধ দাও না, কিছুতেই আমার মনের ক্ষোভ দূর হচ্ছে না। মুহুর্মুহুঃ চন্দ্রাপীড়ের