পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

盤。 কাদম্বরী নাটক । চন্দ্র । আমি আপনার নিকট মুক্তকণ্ঠে স্বীকার করছি যে, আপনি যদ্যপি আমার কোন অনিষ্ট করে থাকেন, তা হলে আমি আপনাকে ভৎসনা করে খেদান্বিতা করবেন। মহ। রাজকুমার! সে কথা শ্ৰুতমাত্র, প্রভাতীয় সুৰ্য্যোদয়ে তমরাশির ন্যায় আপনার সমস্ত ধৈৰ্য্যতা গুণ বিলীন হয়ে যাবে। চন্দ্র। দেবি । পরীক্ষা করে দেখুন, যতদূর অত্যাহিত ঘটনা হয়ে থাকে হয়েছে ; প্রকাশ করে, কষ্টদায়ক সন্দেহ ভঙ্গ করুন। মহ। রাজকুমার! যদি একান্তই শুনবেন, তবে হৃদয়কে লৌহগৃহে আবদ্ধ করুন, যেন কোন আঘাত তাহাতে না প্রকৃষ্ট হয় ; চক্ষু নিমীলিত করুন, কৰ্ণে বধির হউন, শোক যেন তাহাতে না প্রবেশ করে | r - চন্দ্র। দেবি ! আপনি সামান্য কারণের জন্য আমায় এতদূর ভয় প্রদর্শন করবেন না, যা ঘটে থাকে, প্রকাশ করুন। মহা । রাজকুমার! তবে শ্রবণ করুন। আপনি উত্তমৰূপ জীনেন যে, দেব পুণ্ডরিকের সহ বিচ্ছেদ হওয়া পৰ্য্যন্ত, আমি এই আবরণ শুন্য বিজন বনমধ্যে যত কষ্টে আছি, তার অভাবে আমার মনোভাবও কিৰূপ, তাও আপনার নিকট কীৰ্ত্তন করেছি। হেমকূট হতে আপনার নির্দয় ব্যবহারের কীৰ্ত্তন শ্রবণ করে, আমি সাতিশয় সুদুঃখিত মনে সেই দিনেই আশ্রমে চলে এলেম। নিশাকালে, শয়ন কর লেম, কিন্তু কদম্বরীর দুর্দশা ও দেব পুণ্ডরিকের কথা মুহুংমুহু স্মরণ হওয়াতে আমার মাতিশয় যাতনা বোধ হওয়াতে, আরো গ্রীষ্মের উত্তাপে আশ্রমাভ্যন্তরে নিদ্রা না হওয়াতে, তরলিক সছ এই শীলাতলে এসে শয়ন কর লেম। ক্ষণকাল পরে দেখি এক ব্রাহ্মণ কুমার উন্মত্ত্ববেশে বাহু প্রসারণ করে আমার দিকে বেগে