পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক । (? 3 আগমন করছে, তার নানা প্রকার প্রলপ উক্তি শ্রবণ করে সাতিশয় ভয়ান্বিতা হলেম এবং পাছে সে আমায় স্পর্শ করে, এই ভয়ে তার পক্ষী জাতিতে পতন হওয়ার কারণ অভিসম্পাত দিলেম। তার পূৰ্ব্ব জন্মার্জিত পাপ কার্যের কারণই হউক, কিন্তু আমার অভিসম্পাতের কারণই হউক, সেই মূহুৰ্ত্ত মধ্যে অবশেষে ছিন্ন তরুর ন্যায় সেই যুবার মৃতদেহ মৃত্তিকায় পতিত হলো । তার পর জানলেম যে, তিনি আপনার বয়স্য বৈশম্পায়ন । চন্দ্র । ( দীর্ঘনিশ্বাস পরিত্যাগ পুৰ্ব্বক ) ভগবতি! যখন সমুংসক মনে উজ্জয়িনী হতে বহির্গত হই, তখন জানি না যে জাগর অদৃষ্টি এত দুঃখ আছে। মনে বড় খেদ রইলো যে, এ জলে সেই সরল গন্ধৰ্ব্ব রাজকুমারীর সহবাস ঘটল না। যা হোক, ভবিষ্যতে যাতে সেই কাৰ্য্য হয়, সে বিষয়ের জন্যে তপস্যা করবে। হা বয়স্য বৈশম্পায়ন! আর কি এ জন্মে তোমার সহ সন্দর্শন হবে না ? (পতন ও মৃত্যু ) তর। হা ভগবতি! কি হলো দেখুন ; রাজকুমারের নিশ্বাসবায়বদ্ধ হয়েছে, গ্রীবাভগ্ন হয়ে উনি পড়েছেন, হায় কি দুৰ্দ্দৈৰ ! মহ। (দর্শনান্তে বক্ষে করাঘাত পূৰ্ব্বক) রে কঠিন প্রাণ! জুই এমনি কঠিন প্রস্তরে নিৰ্ম্মিত যে, এমন দুর্ঘটনা সদর্শন করেও তোর এখনো অভ্যন্তর বিদীর্ণ হলো না। রাগিণী লুম-বিবিট।—তাল যৎ । ওরে নিদয় প্রাণ, কেমনে আজ এখন। পাষাণে নিৰ্ম্মিত বলে, ইলিনাকে বিদারণ ॥ প্রিয় আশ যত ছিল, সকলি দুরাশ হলো, লাভেতে কলঙ্ক হলো, কপালে ঘটন।