(tą কাদম্বরী নাটক । যে যেখানে প্রিয়জন, হুইল সব নিধন, আর সহেন যাতনা, ত্যজিব নিরে জীবন ৷ কাদম্বরী-বল্লভেরে, শেষে দিল্প যম ঘরে, কেমনে আর সে সখীরে, দেখাব বদন ॥ সহচরগণ। হা দুশ্চারিণী তাপসি! কি কায কর লি ?—অকালে সমস্ত জগত অন্ধকরময় করে জগতের চন্দ্র হরণ কর লি ? মহারাজ তারাপীড় ও মহিষী বিলাসবতীর জীবনের একমাত্র সম্বল অপহৃত করলি ?—হায়! হায়! উজ্জয়িনী একেবারে হতাশ সাগরে নিমগ্ন হলে, হায়! হায়! আমরা রাজ্যে প্রত্যাগমন করে মহারাজকে কি বলে উত্তর দেব ? রাগিণী ললিত-বিভাষ —তাল যৎ । আরে দুষ্ট তপস্বিনী, কি কায করিলি। জগতের চন্দ্রমারে, কি দোষে হরিলি ৷ হায়২ কি ছইল, উজ্জয়িনী শুন্য হলো, বিষাদে ধরা পুরিল, শোকানল জ্বালাইলি । শুনিলে হেন সংবাদ, ঘটবে কি বিসম্বাদ, রাজপুরী হবে যেন, শ্মশান সমান ;– মহারাজ মহিষীরে, কি কহিব গিয়ে ফিরে, হারে দুশ্চারিণী সবে, কেন বিষাদে ডুবালি ৷ মেঘ। রাজকুমার! কি অপরাধে আমাদের সকলকে বিষাদ সাগরে নিমগ্ন করে গেলেন, আমার আর কোন ক্রমেই জীবন সতে্যু
পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।