१. কদম্বরী নাটক ; ( নেপথ্যে গীত ) রাগিণী পরজ-বাহার।—তাল আড়াঠেকা। জয় শঙ্কর ভৈরব ভোলা। শিঙ্গ ডম্বর করে গলে হাড়মালা। বৃষভ বাহন, পতিত পাবন, ললাটে শোভিত শশী, কি উজ্জ্বল ভাল। লম্ব জটায়ট শিরে, তাহে বেড়া ফণা ফিরে, সূরধনী ধর শিরে, বামে গিরিবাল। & করপুটে নিবেদন, করে দাসী ত্ৰিলোচন, - দুঃখ কর নিবারণ, ঘূচাহ বিরহ জালা। (সচকিতে) হাঃ ! এই জনশূন্য অটবীমধ্যে স্ত্রীকণ্ঠ সংমিলিত বীণা ঝঙ্কার কোথা হতে নির্গত হচ্ছে? স্বরহিল্লোলে যেন অমৃত উৎপাদিত হচ্ছে,—আহ কি রমণীয়। সঙ্গীতকারিণীকে তো কখন মানবী বলে বোধ হয় না, অবশ্য অমর সস্তুত, ঐ সুমধুর সঙ্গীত শ্রবণ লালসায় আমার সমস্ত দেহ মন যেন ঐ দিকেই ধাবিত হচ্ছে,—বসন্ত সাময়িক স্বভাবের এমন অৰ্চিচনীয় শোভা শুদ্ধ আমার যেন তিক্তময় বোধ হচ্ছে,–সন্মুখে ষে দেবমন্দির দৃষ্ট হচ্ছে, ওরতে দ্বার বদ্ধ রয়েছে, তবে কোথা হতে ঐ সুধাময় স্বর ভাস্ছে ? কি করি? এস্থানে থেকে তো অর স্থির হতে পারি ন—আমার অদৃষ্টে যাই থাক আমি তো এই মন্দিরমধ্যে যাই দেখি কেহ আমাকে দ্বার উদঘাটন করে কি না? (মন্দির দ্বারে অগ্রসর হইয়া স্বগতঃ) একি ! মন্দির মধ্যে কি প্রজ্জ্বলিতানল শূলপানির মন্দির বিনষ্ট করতে উদ্যত হয়েছে ।
পাতা:কাদম্বরী নাটক.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।